▼
১২ বছর বয়সী শিশু ‘অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং’ পড়ার সুযোগ
মহাকাশ সংক্রান্ত পড়াশোনার জন্য কিছু যোগ্যতার প্রয়োজন। আর সে যোগ্যতা পূরণ করতে করতে ১৮ থেকে ২৫ বছর পর্যন্ত সময় পেরিয়ে যায়। এর আগে এ বিষয়ে পড়াশোনা করাটা কঠিন। কিন্তু যদি শোনেন যে ১২ বছর বয়সী ছাত্র আগামী দিনে ‘অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং’ পড়বে। তা হলে কি বিশ্বাস হবে। শুনতে অবাক লাগলেও আসলে এটাই সত্যি।
ক্যালেব অ্যান্ডারসন নামে যুক্তরাষ্ট্রের ১২ বছর বয়সী শিশু ‘অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং’ পড়ার সুযোগ পেয়েছে। জর্জিয়া বিশ্ববিদ্যালয়ে বিশ্বের সবচেয়ে কম বয়সী ছাত্র হিসেবে কঠিন এ বিষয়টি নিয়ে পড়ার নজির গড়েছে অ্যান্ডারসন।
ক্যালেব অ্যান্ডারসন জর্জিয়া বিশ্ববিদ্যালয়ে পড়বে দুই বছর। পড়া শেষে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করতে চায় ক্যালেব অ্যান্ডারসন। পড়ার জন্য তার প্রিয় বিষয় গণিত।
পরকালে দোজখি ও বেহেস্তিদের স্থায়িত্ত্বকাল
আল্ কুরআনঃ সুরা হুদ ১০৬,১০৭,১০৮ ;
তারপর যারা হবে হতভাগ্য তারা আগুনে, তাদের জন্য সেখানে থাকবে চিৎকার ও আর্তনাদ, --
সূরাঃ হুদ, আয়াতঃ ১০৬
তারা সেখানে থাকবে যতদিন মহাকাশমন্ডল ও পৃথিবী বিদ্যমান থাকবে -- যদি না তোমার প্রভু অন্যথা ইচ্ছা করেন। নিঃসন্দেহ তোমার প্রভু যা ইচ্ছা করেন তাই করে থাকেন।
সূরাঃ হুদ, আয়াতঃ ১০৭
আর যারা হবে ভাগ্যবান তারা থাকবে বেহেশতে, তারা সেখানে থাকবে যতদিন মহাকাশমন্ডল ও পৃথিবীৃ বিদ্যমান থাকবে -- যদি না তোমার প্রভু অন্যথা ইচ্ছা করেন। এটি প্রতিদান যা কখনো কাটছাঁট হবে না।
সূরাঃ হুদ, আয়াতঃ ১০৮