তাওহীদ

 তওহীদএকত্ববাদভাষানজরে রাখুনসম্পাদনাতাওহীদ (আরবি: توحيد‎‎) ইসলাম ধর্মে এক আল্লাহর ধারণাকে বোঝায়।[১] তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ৷[২] ইসলামী পরিভাষায় তাওহীদ হল সৃষ্টি ও পরিচালনায় আল্লাহকে এক ও অদ্বিতীয় হিসেবে বিশ্বাস করা, সকল ইবাদাত-উপাসনা কেবলমাত্র আল্লাহর জন্য করা, অন্য সবকিছুর উপাসনা ত্যাগ করা, আল্লাহর সুন্দর নামসমূহ ও সুউচ্চ গুণাবলীকে তার জন্য সাব্যস্ত করা এবং দোষ ত্রুটি থেকে আল্লাহকে পবিত্র ও মুক্ত ঘোষণা করা।[৩][৪]তাওহীদের  চিহ্নকুরআনে বলা হয়েছে,[৫]"..কোনো কিছুই তাঁর সদৃশ নয়।"[কুরআন 42:11]কুরআনের অন্যস্থানে বলা হয়েছে,"বল, তিনিই আল্লাহ, এক-অদ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি। আর তাঁর কোনো সমকক্ষও নেই।"[কুরআন 112:1–4]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন