৭ম শ্রেণির শিক্ষক সহায়িকা গাইড বই - ২০২৩ শিক্ষাবর্ষ
- ২০২৩ শিক্ষাবর্ষের স্কুলের সকল শ্রেণির পাঠ্যপুস্তক
আল্লাহ শব্দের বিকল্প নেই।
আল্লাহ্ (আরবি: ﺍﷲ আল্লাহ্) হল ইসলাম ধর্ম অনুযায়ী একটি আরবি শব্দ যার মানে হল "বিশ্বজগতের একমাত্র স্রষ্টা এবং প্রতিপালকের নাম"। "আল্লাহ" শব্দটি প্রধানতঃ মুসলিমরাই ইসলাম ধর্মে নির্দেশ করার জন্য ব্যবহার করে থাকেন।'আল্লাহ' শব্দের কোন বিপরীত শব্দ নেই৷ এটির একবচন বা বহুবচন নেই৷
তবে আরবি খ্রিস্টানরাও প্রাচীন আরবকাল থেকে "আল্লাহ" শব্দটি ব্যবহার করে আসছেন। বাহাই, মাল্টাবাসী, মিজরাহী ইহুদি এবং শিখ সম্প্রদায়ও "আল্লাহ" শব্দ ব্যবহার করে থাকেন।
শুধু তাই নয় আরব জাহিলিয়্যাতের যুগে মুশরিকগণ পৌত্তলিকগণ বহুঈশ্বরবাদীরাও আল্লাহ শব্দটি ব্যবহার করে আসছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন