Source : BD News24.com
মেঃ রওশন আলী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মেঃ রওশন আলী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
৭৩ বছর বয়সে এম এ পাশ
মোঃ রওশন আলী, পাবনা বাড়ি ৭৩ বছর বয়সে এমএ পরীক্ষা দিয়ে সিজিপিএ ৪-এর মধ্যে ৩ দশমিক ৫০ পেয়ে পাস করেছেন।সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের বান্নাইপাড়া গ্রামের রওশন আলী শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সান্ধ্যকালীন কোর্সের ২০১৭~ ২০১৮ বর্ষের শিক্ষার্থী ছিলেন। সম্প্রতি ফাইনাল পরীক্ষায় সিজিপিএ ৪-এর মধ্যে ৩ দশমিক ৫০ পেয়ে প্রথম হয়েছেন।বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি আওয়াল কবির জয় বলেন, “রওশন কঠোর অধ্যবসায় করেছেন। এটি নতুন প্রজন্মের জন্য একটি দৃষ্টান্ত।২০০৮ সালে শিক্ষকতা থেকে অবসর নেন রওশন।রওশন বলেন," তিনি সুজানগর পাইলট মডেল উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজ থেকে এইচএসসি পাস করেন। পারিবারিক কারণে তখন আর পড়াশোনা করতে পারেননি। ১৯৭২ সালের জানুয়ারিতে তিনি শিক্ষকতার চাকরি শুরু করেন।তার দুই ছেলে। বড় ছেলে কলেজ শিক্ষক আর ছোট ছেলে চিকিৎক।রওশন বলেন, “জীবনে সফল হতে শিক্ষার প্রয়োজন রয়েছে। সাধনা থাকলে সফল হওয়া যায়। শিক্ষা ব্যক্তিজীবনে সাফল্য আনার পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে।”
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
Board books of Bangladesh 2021
Board books of Bangladesh 2021