১২ বছর বয়সী শিশু ‘অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং’ পড়ার সুযোগ

  Congratulates with red Rose . অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং’

মহাকাশ সংক্রান্ত পড়াশোনার জন্য কিছু যোগ্যতার প্রয়োজন। আর সে যোগ্যতা পূরণ করতে করতে ১৮ থেকে ২৫ বছর পর্যন্ত সময় পেরিয়ে যায়। এর আগে এ বিষয়ে পড়াশোনা করাটা কঠিন। কিন্তু যদি শোনেন যে ১২ বছর বয়সী ছাত্র আগামী দিনে ‘অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং’ পড়বে। তা হলে কি বিশ্বাস হবে। শুনতে অবাক লাগলেও আসলে এটাই সত্যি।

ক্যালেব অ্যান্ডারসন নামে যুক্তরাষ্ট্রের ১২ বছর বয়সী শিশু ‘অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং’ পড়ার সুযোগ পেয়েছে। জর্জিয়া বিশ্ববিদ্যালয়ে বিশ্বের সবচেয়ে কম বয়সী ছাত্র হিসেবে কঠিন এ বিষয়টি নিয়ে পড়ার নজির গড়েছে অ্যান্ডারসন।

ক্যালেব অ্যান্ডারসন জর্জিয়া বিশ্ববিদ্যালয়ে পড়বে দুই বছর। পড়া শেষে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করতে চায় ক্যালেব অ্যান্ডারসন। পড়ার জন্য তার প্রিয় বিষয় গণিত। 

পরকালে দোজখি ও বেহেস্তিদের স্থায়িত্ত্বকাল

আল্ কুরআনঃ সুরা হুদ ১০৬,১০৭,১০৮ ;
  তারপর যারা হবে হতভাগ্য তারা আগুনে, তাদের জন্য সেখানে থাকবে চিৎকার ও আর্তনাদ, --
সূরাঃ হুদ, আয়াতঃ  ১০৬

     তারা সেখানে থাকবে যতদিন মহাকাশমন্ডল ও পৃথিবী বিদ্যমান থাকবে -- যদি না তোমার প্রভু অন্যথা ইচ্ছা করেন। নিঃসন্দেহ তোমার প্রভু যা ইচ্ছা করেন তাই করে থাকেন।
সূরাঃ হুদ, আয়াতঃ  ১০৭

     আর যারা হবে ভাগ্যবান তারা থাকবে বেহেশতে, তারা সেখানে থাকবে যতদিন মহাকাশমন্ডল ও পৃথিবীৃ বিদ্যমান থাকবে -- যদি না তোমার প্রভু অন্যথা ইচ্ছা করেন। এটি প্রতিদান যা কখনো কাটছাঁট হবে না।
সূরাঃ হুদ, আয়াতঃ  ১০৮

ইসলামে প্রতিহিংসার কোনো স্থান নেই

ইসলামে প্রতিহিংসার কোনো স্থান নেই। ইসলাম মানবতার ধর্ম। কারও ভালো কিছু দেখে অসহ্যবোধ করা বা তার অকল্যাণ কামনা করা কিংবা ওই ব্যক্তির ভালো বিষয়টির ধ্বংস চাওয়াকে হিংসা-দ্বেষ ও ঈর্ষা বলে। একজন মুমিন কখনই আরেক ভাইয়ের ভালো ও কল্যাণের বিষয় দেখে অসহ্যবোধ কিংবা হিংসাতুর হতে পারে না। এতে যে নিজের ক্ষতিই সাধিত হবে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, প্রিয় নবী (সা.) বলেছেন, ‘তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। কেননা হিংসা নেকিকে এমনভাবে খেয়ে ফেলে যেভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে অর্থাৎ জ্বালিয়ে দেয়।’ আবু দাউদ। হজরত আবু হুরায়রা (রা.)-এর বর্ণনা, রসুল (সা.) বলেছেন, ‘তোমরা পরস্পরকে হিংসা কোরো না। একে অন্যের প্রতি বিদ্বেষভাব রেখো না। একজন আরেকজন থেকে আলাদা হইও না। বরং তোমরা সবাই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও।’ মুসলিম। হিংসা কত বড় গুনাহ তা বোঝাতে গিয়ে ইমাম গাজ্জালি (রহ.) লেখেন, ‘পৃথিবীতে সর্বপ্রথম পাপ হলো হিংসা। বাবা আদম (আ.)-এর মর্যাদা দেখে তাঁর প্রতি ঈর্ষান্বিত হয় ইবলিশ। ঈর্ষা ও হিংসা থেকেই ইবলিশের মনে জন্ম নেয় অহংকার। আর অহংকারের কারণেই সে আদম (আ.)-কে সিজদা করতে অস্বীকার করে। ফলে সে চিরদিনের জন্য অভিশপ্ত ও মরদুদ হয়ে যায়।’ এরপর ইমাম গাজ্জালি আরেকটি ঘটনা বর্ণনা করেন, ‘একবার মুসা (আ.) দেখলেন এক ব্যক্তি আল্লাহর আরশের ছায়ায় বসে আছেন। তিনি ভাবলেন, এ ব্যক্তি নিশ্চয় খুব বুজুর্গ হবে। তাই তাঁর এত মর্যাদা। মহান আল্লাহকে তিনি বললেন, হে আল্লাহ! এ ব্যক্তির নাম-ঠিকানা কী? আল্লাহ তাঁর পরিচয় না বলে বললেন, মুসা! এ লোক কোন আমলের দ্বারা এত মর্যাদা পেয়েছে জানো? সে কখনো কারও প্রতি ঈর্ষা ও বিদ্বেষভাব পোষণ করেনি। তাই আমার কাছে সে এত বড় মর্যাদা পেয়েছে।’ কিমিয়ায়ে সাদাত। অন্যের ভালো দেখে অন্তর্জ্বালায় ভোগা মুনাফিকের চরিত্র। আর এমন পরিবেশে মুমিনের কর্তব্য হলো ধৈর্য অবলম্বন করা। মহান আল্লাহ বলেন, ‘তোমাদের ভালো কিছু হলে তারা কষ্ট পায় আর তোমাদের কোনো বিপদ দেখলে তারা আনন্দিত হয়। (এমন পরিস্থিতিতে) তোমরা অবশ্যই ধৈর্য ও তাকওয়ার সঙ্গে কাজ করবে। তাহলে তাদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না।’ সুরা আলে ইমরান, আয়াত ১২০। পাশাপাশি আরেকটি কাজ করতে হবে; যা প্রিয় নবী (সা.)-এর মাধ্যমে আল্লাহ আমাদের শিখিয়েছেন। আল্লাহ বলেন, ‘(হে নবী আপনি বলুন!) আমি হিংসুকের হিংসা থেকে আশ্রয় চাই যখন সে হিংসা করে।’ সুরা ফালাক, আয়াত ৫। সব সময় আল্লাহর কাছে এভাবে আশ্রয় প্রার্থনা করতে হবে। কারও ভালো কিছু দেখে তা নিজের জন্য কামনা করা ক্ষতির নয় যদি এতে অন্যের জন্য অমঙ্গল কামনা করা না হয়। বরং ইবাদত ও আমলের ক্ষেত্রে এমন মনোভাব খুবই প্রশংসনীয়। রসুল (সা.)-এর হাদিসে এর প্রমাণ পাওয়া যায়। হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রসুল (সা.) বলেছেন, ‘দুই ব্যক্তি ছাড়া আর কারও জন্য হিংসা জায়েজ নেই। প্রথম সে ব্যক্তি যাকে আল্লাহ ধনসম্পদ দান করেছেন এবং আল্লাহর পথে দান করার জন্য তাকে নিয়োজিত করেছেন।’ মিশকাত। মহান আল্লাহ আমাদের প্রতিহিংসা থেকে হেফাজত রাখুন। বিশ্বব্যাপী করোনাভাইরাসের এ মহামারী দূর করে দিন। লেখক : খতিব, মণিপুর বাইতুল আশরাফ জামে মসজিদ

Board books of Bangladesh 2021

Board books of Bangladesh 2021